বৃষ্টি কমার কোনও লক্ষণই নেই উত্তরবঙ্গে। উল্টে নতুন করে ফের একবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের (Northe Bengal) ওপরের ৫টি জেলায় ফের বাড়বে বৃষ্টিপাত।
২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়েও।
আরও পড়ুন - একই বোতলে ১০০ রকম পারফিউম! স্মার্টফোনেই কন্ট্রোল, দাম কত?
তবে উত্তরবঙ্গ জলে থৈ থৈ হলেও মৌসুমী বায়ু এখনও দুর্বল দক্ষিণবঙ্গে।
ফলে আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
আরও পড়ুন - সরকারি ব্যাঙ্কে প্রচুর নিয়োগ, আবেদনের তারিখ-যোগ্যতা বিস্তারিত
অন্যদিকে কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি।
এদিন কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।