Advertisement

পশ্চিমবঙ্গ

Monsoon In West Bengal : আজ থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণের পূর্বাভাস কী?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2022,
  • Updated 11:38 AM IST
  • 1/7

বৃষ্টি কমার কোনও লক্ষণই নেই উত্তরবঙ্গে। উল্টে নতুন করে ফের একবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস। 

  • 2/7

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের (Northe Bengal) ওপরের ৫টি জেলায় ফের বাড়বে বৃষ্টিপাত। 

  • 3/7

২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়েও।

আরও পড়ুনএকই বোতলে ১০০ রকম পারফিউম! স্মার্টফোনেই কন্ট্রোল, দাম কত?

  • 4/7

তবে উত্তরবঙ্গ জলে থৈ থৈ হলেও মৌসুমী বায়ু এখনও দুর্বল দক্ষিণবঙ্গে। 

  • 5/7

ফলে আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

আরও পড়ুনসরকারি ব্যাঙ্কে প্রচুর নিয়োগ, আবেদনের তারিখ-যোগ্যতা বিস্তারিত

  • 6/7

অন্যদিকে কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি।

  • 7/7

এদিন কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement