Advertisement

পশ্চিমবঙ্গ

North 24 Parganas: নহাটায় কলেজ অধ্যক্ষের ওপর হামলা, দা দিয়ে কোপাল হিসাবরক্ষক!

দীপক দেবনাথ
  • নহাটা,
  • 10 Jan 2022,
  • Updated 3:01 PM IST
  • 1/7

কলেজের অধ্যক্ষ সহ একাধিক কর্মীকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে।

  • 2/7

কলেজের অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে  উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।

  • 3/7


অভিযুক্ত অ্যাকাউন্টেন্টের নাম রণপতি রায়। পুলিশ তাকে আটক করেছে।
 

  • 4/7

কলেজ অধ্যক্ষ ও কর্মীরা জানিয়েছেন, সরকারি বিধি নিষেধের কারণে কলেজে পড়ুয়ারা আসছে না৷ ৫০ শতাংশ কর্মী নিয়ে মহাবিদ্যালয়ের অফিস নিয়মিত চলছে।

  • 5/7

এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ কলেজ অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত। ঘরের দরজা আটকে তাকে মারধর করতে থাকে৷ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।

  • 6/7

কলেজের শিক্ষক কর্মী তপন মন্ডল ও প্রদীপ সরকার জানান,  আমরা অধ্যক্ষকে  চিৎকার করতে শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাকে মারধর করছে৷ আমরা ঠেকাতে গেলে  দা নিয়ে আমাদের উপরও ঝাঁপিয়ে পড়ে । ধস্তাধস্তি করে তার হাত থেকে দা কেড়ে নেওয়া হয়।

  • 7/7


খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement