Advertisement

পশ্চিমবঙ্গ

Tortoise Recover : বাঁকুড়ায় উদ্ধার আমেরিকার রাক্ষুসে কচ্ছপ, বাস্তুতন্ত্রে ফেলে ক্ষতিকারক প্রভাব

নির্ভীক চৌধুরী
  • বাঁকুড়া,
  • 27 Mar 2022,
  • Updated 10:30 PM IST
  • 1/6

বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise) উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছ বাঁকুড়ার শালতোড়া (Bankura Saltora) রেঞ্জের চাঁদবাক দামোদরের চরে। 

 

  • 2/6

রবিবার সকালে দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপটি। খবর পেয়ে, শালতোড়া বনদফতরের আধিকারিক ও কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান। 

আরও পড়ুনএই ১২টি জায়গা দেখা যায় না গুগল ম্যাপে, কারণ জানলে অবাক হবেন

  • 3/6

বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছে বনদফতর।

  • 4/6

বনদফতরের তরফে আরও জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া কচ্ছপটি আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার (Red-Eared Slider) বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। 

  • 5/6

এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এই কচ্ছপ। আর শুধু বাস্তুতন্ত্র নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। 

  • 6/6

এই ধরনের কচ্ছপ অন্য কোথাও নজরে এলেও সঙ্গে সঙ্গে জানানোর পরামর্শ দিয়েছেন বনদফতরের কর্মীরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement