Advertisement

পশ্চিমবঙ্গ

Bangladesh Ilish Export: আজই ঢুকছে বাংলাদেশের ইলিশ, কলকাতা সহ রাজ্যের বাজারে কবে থেকে মিলবে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • Updated 7:46 PM IST
  • 1/11

দুর্গাপুজোর আগে  ভারতে ১২০০ টন ইলিশ মাছ রফতানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনূস সরকারের বাণিজ্য মন্ত্রক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোন কোন সংস্থা কত পরিমাণে ইলিশ ভারতে রফতানি হবে।
 

  • 2/11

আজ, মঙ্গলবার থেকেই রফতানি শুরু করছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবারই ইলিশ পৌঁছে যাবে কলকাতার আড়তগুলিতে। কাল থেকে বাংলার খুচরো ও পাইকারি বাজারে পদ্মার ইলিশ পাওয়া যাবে।
 

  • 3/11

১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রফতানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রক। 
 

  • 4/11

গতবছর পুজোর আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রায় ৩ হাজার টন ইলিশ ভারতে রফতানি করার কথা জানিয়েছিল। যদিও পরে তা কমিয়ে ২৪২০ টন ইলিশ ভারতে পাঠায় ইউনূস সরকার। 
 

  • 5/11

এবার আরও কম ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। জানা যায়, প্রতি কেজি বাংলাদেশি ইলিশ ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকায় রফতানি করবে বাংলাদেশ সরকার।
 

  • 6/11

গত ৮ সেপ্টেম্বর একটি বিবৃতি দিয়েছিল বাংলাদেশ সরকার। তাতে ভারতে ইলিশ রফতানিতে ইচ্ছুক সংস্থাগুলির থেকে আবেদনপত্র চাওয়া হয়। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, তার থেকে ৩৭টি সংস্থাকে বেছে নেওয়া হয়।
 

  • 7/11

ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দুর্গাপুজো উপলক্ষে ভারতের অনুরোধে সরকার এবার ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান।
 

  • 8/11

তিনি বলেন, 'প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে, তবে এবার কম পরিমাণে এবং তুলনামূলক বেশি মূল্য ধরা হয়েছে।'
 

  • 9/11

বাংলাদেশের ইলিশ ঢুকলেই রাজ্যের মাছের বাজারে ঢুকে পড়বে। কত দাম পড়তে পারে পদ্মার ইলিশের? ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক বলেন, 'এক কেজি ওজনের ইলিশ পাইকারি বাজারে ১৬০০ টাকার কাছাকাছি পড়বে।' 
 

  • 10/11

এই মাছ খুচরো বিক্রেতারা তাঁদের মতো দামে বিক্রি করবেন। মনে করা হচ্ছে কেজি প্রতি ২০০০ বা ২২০০ টাকা দামে বিক্রি পদ্মার ইলিশ বিক্রি হতে পারে। 
 

  • 11/11

গত বছর হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসবে কিনা তা নিয়ে দোলাচল ছিল। পরে যা কথা দিয়েছিল তার চেয়ে কম পরিমাণে ইলিশ পাঠায় বাংলাদেশ।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement