জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রতি বছর প্রথা মেনে এই দিনেই কাঠামো পুজো হয়।
আজ সকালেও বেলুড় মঠের মন্দিরে মঙ্গল আরতি হয়। তারপরই আচার মেনে কাঠামো পুজোর অনুষ্ঠান হয়। এরপরেই শুরু হয়ে যায় মণ্ডপ তৈরির কাজ।
স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সাল থেকে মা দুর্গার পুজো শুরু হয় বেলুড়মঠে। শতবছর পরেও সেই একই রীতিনীতি জাঁকজমকপূর্ণভাবে মেনে চলা হচ্ছে।
প্রতিবছরই কয়েক লক্ষ ভক্ত পুজোর দিনগুলিতে বেলুড় মঠ চত্বরে ভিড় করেন। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন কুমারী পুজো দেখতে।
শুধু এদেশেরই নয় বিদেশ থেকেও ভক্তরা আসেন দুর্গার বোধন দেখার জন্য। বেলুড় মঠের অষ্টমীর সন্ধিপুজাও পালিত হয় জাঁকজমকভাবে। এদিন পশুর বদলে এখানে ফল বলি দেওয়া হয়। (ছবি: বেলুড় মঠ/ সোশ্য়াল মিডিয়া)
গত বছর করোনা মহামারীতে ভিড় এড়াতে দুর্গাপুজোয় দর্শকদের জন্য নিষেধাজ্ঞা ছিল। তবে এবছর জাঁকজমকভাবেই পালিত হবে দুর্গাপুজো এমনটাই আশা করা যাচ্ছে। (ছবি: বেলুড় মঠ/ সোশ্য়াল মিডিয়া)