রাজ্যে ফের কোভিড সংক্রমণ দৈনিক ৭০০ জনের মতো। এই পরিস্থিতিতে পরিবর্তিত হল বেলুড় মঠে (Belur Math) প্রবেশের সময়সূচি। কোভিডের দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) চলাকালীন বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ।
তারপর গত মাসের ১৮ তারিখ ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হয় বেলুড় মঠের দরজা। এরপরই চলতি মাসের ১ তারিখ বেলুড় মঠ দর্শণের সময়সূচির পরিবর্তন করে কর্তৃপক্ষ।
এবার আবার নতুন করে করা হল সময়সূচির পরিবর্তন। আগামী ২২ সেপ্টেম্বর (September) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময়সূচি লাগু থাকবে বলে জানা যাচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রত্যেকদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেলে ৪ টে থেকে ৫:১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। এই সয়ের মধ্যে মঠে ঢুকতে পারবেন ভক্তরা।
এরপর আগামী ১ অক্টোবর (October) থেকে ফের পরিবর্তিত হবে এই সময়সূচি। তখন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকেলে ৩:৩০ মিনিট থেকে ৫:১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠ।
সঙ্গে নির্ধারিত সমস্ত কোভিড বিধি বজায় থাকবে বলেও বেলুড় মঠ সূত্রে খবর। সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের কোভিড টিকার সার্টিফিকেট অথবা ৭২ ঘন্টার মধ্যে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখিয়ে মঠে ঢুকতে হবে।