Advertisement

পশ্চিমবঙ্গ

Duare Ration: অক্টোবরে ৮ দিন মিলবে দুয়ারে রেশনের সুবিধা! জানুন তারিখগুলি

Aajtak Bangla
  • 27 Sep 2021,
  • Updated 12:03 PM IST
  • 1/7

রাজ্যজুড়ে ১৫ সেপ্টেম্বর থেকে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর খাদ্য দফতর। দুয়ারে রেশন ‘পাইলট প্রজেক্ট’-এর কর্মসূচি পরিদর্শন করতে রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় রেশন দোকানে যাচ্ছেন।

  • 2/7

এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশনের সামগ্রী। আপাতত ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে রাজ্যজুড়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছে 'দুয়ারে রেশন' ব্যবস্থা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে ধীরে ধীরে সর্বোত্র এই প্রকল্প চালু করেতে চায় খাদ্য দফতর।

  • 3/7

অক্টোবর থেকে শুরু হচ্ছে উৎসবের মরসুম। রয়েছে বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজো। ওই মাসে বেশ কয়েকদিন ছুটিও থাকবে। তাই অক্টোবরে সব মিলিয়ে মোট ৮ দিন মিলবে দুয়ারে রেশন পরিষেবার সুবিধা!

  • 4/7

রাজ্য খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবরে সব মিলিয়ে মোট ৯ দিন গ্রাহকরা রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে আবার দু’দিন রবিবার পড়েছে।

  • 5/7

খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ অক্টোবর, রবিবারে ওই মাসের প্রথম দুয়ারে রেশন প্রকল্পে খাদ্যদ্রব্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এরপর ২১, ২২, ২৪ অক্টোবরে এবং ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাবেন গ্রাহকরা।

  • 6/7

গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে রাজ্যজুড়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছে 'দুয়ারে রেশন' ব্যবস্থা। অক্টোবর থেকে আরও ৩৫ শতাংশ রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ, অক্টোবর থেকে মোট ৫০ শতাংশ রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

  • 7/7

রাজ্য খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবরে ১৯ দিন ছুটি থাকছে। এই অবস্থায় প্রকল্পে মাত্র ৮ দিন পরিষেবা দেওয়া যাবে। তবে নভেম্বর থেকে পুরো মাত্রায় এই দুয়ারে রেশন প্রকল্পের পরিষেবা চালু করার বিষয়ে আশাবাদী খাদ্য দফতর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement