Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast:আজ কালবৈশাখীর সম্ভাবনা এই জেলাগুলিতে, নামবে তাপমাত্রার পারদও

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2022,
  • Updated 11:40 AM IST
  • 1/8

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 2/8

সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির  সম্ভাবনা রয়েছে । আজ  পূর্বাভাস রয়েছে কালবৈশাখীরও। 

  • 3/8

 দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বুধবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে ।

  • 4/8

আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
 

  • 5/8

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা । উত্তরের  সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস  রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা । এছাড়া বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সোমবার  অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
 

  • 6/8

আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গে  দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

  • 7/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
 

  • 8/8

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। 
 

Advertisement
Advertisement