Advertisement

পশ্চিমবঙ্গ

TMC MLA Pundarikakshya Saha : আশীর্বাদ নিতে বৃদ্ধাশ্রমে পুণ্ডরীকাক্ষ, সটান প্রণাম, হল মিষ্টিমুখও

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নবদ্বীপ,
  • 17 Oct 2021,
  • Updated 5:56 PM IST
  • 1/17

TMC MLA Pundarikakshya Saha: বিধায়কের অভিনব বিজয়ার প্রণাম। 

  • 2/17

যদিও প্রতি বছর তিনি বিজয়া এভাবেই পালন করেন। দেখা করেন, সময় কাটান, উপহার তুলে দেন সহায় সম্বলহীন প্রবীণাদের সঙ্গে। 

  • 3/17

এই ছবির সঙ্গে বেশ পরিচিত নগরবাসী। নগর মানে নবদ্বীপ। 

  • 4/17

আর যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি সেখানকার দীর্ঘদিনের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা (TMC MLA Pundarikakshya Saha)। যিনি সবার কাছে পরিচিত নন্দ দা।

  • 5/17

এ বছরও সেখানে ছেদ পড়েনি। প্রতি বছরের মতো এ বছরেও রবিবার সমাজের সহায়-সম্বলহীন বৃদ্ধাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নবদ্বীপের পঞ্চম বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা (Pundarikakshya Saha)।

  • 6/17

শুধু দেখা করা নয়, তাঁদের প্রণাম করে আশীর্বাদ নিলেন। 

  • 7/17

মিষ্টি, বস্ত্র, গামছা, চাদর ও সামান্য অর্থ তুলে দিলেন উপহার হিসেবে।

  • 8/17

কর্মজীবনের প্রথম দিন থেকে আজও পর্যন্ত প্রতি বছর বিজয় দশমী (Bijaya Dashami)-র পরে একাদশীর দিন এখানে আসেন তিনি।

  • 9/17

আর সহায় সম্বলহীন বৃদ্ধাদের থেকে মাতৃরূপে আশীর্বাদ নিয়ে বছরের কাজ শুরু করেন তিনি।

  • 10/17

নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা (Pundarikakshya Saha) বেশ কয়েক বছর ধরে এই কাজ করে আসছেন।

  • 11/17

পায়ে হাত দিয়ে বিজয়ার প্রণাম সারলেন। তুলে দিলন মিষ্টি, নতুন বস্ত্র। তৈরি হল আনন্দের পরিবেশ।

  • 12/17

যেন মায়ের কাছে এসেছে ছেলে। আর মা অধীর আগ্রহে বসে ছিলেন কখন তাঁর সন্তান আসবেন। সন্তান এ। দেখা করে গেল মায়ের সঙ্গে।

  • 13/17

নবদ্বীপের ভজনাশ্রমে প্রায় ৭০০ বৃদ্ধাকে শাড়ি, চাদর, মিষ্টি এবং ১০০ টাকা করে দেওয়া হল।

  • 14/17

নবদ্বীপের পোড়া ঘাটে রাধেশ্যাম সেবাশ্রম মন্দিরে ওই প্রবীণ মানুষদের মিষ্টি, বস্ত্র সামান্য অর্থও তুলে দিলন তিনি। 

  • 15/17

বিধায়কের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধারা সহ সকল নগরবাসী।

  • 16/17

মিষ্টি ছাড়া বিজয়া দশমী (Bijaya Dashami) হয় নাকি! তাই থরে থরে প্লেটে সাজান ছিল বিভিন্ন রকমের মিষ্টি।

  • 17/17

বিধায়ক (Pundarikakshya Saha) ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিডিও বরুণাশিস সরকার সহ নবদ্বীপ পুরসভার প্রশাসক বিমানকৃষ্ণ সাহা সহ অন্যান্য বিদ্বজ্জনেরা।

Advertisement
Advertisement