Advertisement

পশ্চিমবঙ্গ

Tilpara Barrage : তিলপাড়া ব্যারেজে পাশাপাশি ভাসছে মানুষের দেহ এবং অজগরের লাশ! তুমুল চাঞ্চল্য

ভাস্কর মুখোপাধ্যায়
  • সিউড়ি,
  • 08 Nov 2021,
  • Updated 12:12 AM IST
Birbhum Tilpara Barrage body of a man and snake rescued from there abk one
  • 1/13

Tilpara Barrage: তিলপাড়া জলাধারে মৃত ব্যক্তি ও অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।

  • 2/13

বীরভূমের সিউড়ি তিলপাড়া জলাধার (Tilpara Barrage)-এ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও তাঁর পাশে মৃত অজগর সাপ ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত হন মহম্মদবাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

  • 3/13

শনিবার রাতে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

  • 4/13

রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসেন এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয় এবং সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

  • 5/13

যদিও মৃত ব্যক্তির নাম, পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

  • 6/13

মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহম্মদবাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে।

  • 7/13

সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। 

  • 8/13

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর মানুষ আসেন এই জলাধারে পাশে বসে আড্ডা মারতে। 

  • 9/13

অনেকে রাত পর্যন্ত বসে থেকে নেশাও করেন বলে অভিযোগ। যে ভাবে সাপটি মৃত ব্যক্তির সঙ্গে জড়ানো অবস্থায় পাওয়া গিয়েছে, তাতে সন্দেহ কোনও ভাবে পূর্ণ বয়স্ক সাপটি ওই মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরে ফেলে।

  • 10/13

আসলে তিলপাড়া ব্যারেজের আশেপাশে জঙ্গল রয়েছে এবং জলাধারটিও বেশ বড়। 

  • 11/13

তাই অজগর সাপটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেড়িয়ে এসে ছিল লোকালয়ে। ওই ব্যক্তিকে কোনও ভাবে একা পেয়ে তাকে আক্রমণ করে।

  • 12/13

স্থানীয় বাসিন্দা ইনসান মোল্লা বলেন, এসে দেখলাম ব্যারজের জলে একটা মানুষের দেহ ভাসছে। তার পাশে একটা মরা অজগর সাপও রয়েছে। মনে হয় অজগরটা মানুষটিকে খাওয়ার চেষ্টা করেছিল। মানুষটিও বাঁচার চেষ্টা করেছিল কোন ভাবে জলে পড়ে দুজনেই মারা গিয়েছে।

  • 13/13

দেহটি কার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির কয়েক দিন আগে মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। কারণ দেহে পচন ধরেছে। তদন্তকারীদের অনুমান, ফুট আষ্টেক লম্বা ওই সাপটি জড়িয়ে ওই ব্যক্তি কোনও ভাবে জলে পড়ে গিয়েছিলেন। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement