Advertisement

পশ্চিমবঙ্গ

Dilip Ghosh on Civic Poll: 'ভোট বন্ধ না হলে সব মিটিং-মিছিল করব,' হুঁশিয়ারি দিলীপের

অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 13 Jan 2022,
  • Updated 12:13 PM IST
  • 1/7

আগামী ২২ তারিখ রাজ্যের ৪টি পুরসভায় ভোট হতে চলেছে, যাদের মধ্যে অন্যতম বিধাননগর পৌরনিগম।

  • 2/7

পুরভোটের জন্য বিধাননগরে নিয়মিত প্রচারের ময়দানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে।

  • 3/7

এদিন ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
 

  • 4/7

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, তাঁরা করোনা বিধি মেনেই প্রচার করছেন। যদিও এদিন ৫ জনের বেশি লোক নিয়ে পদযাত্রা করতে দেখা যায় দিলীপবাবুকে। সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও। 

  • 5/7

অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন, ২ মাস সব ভোট বন্ধ রাখা উচিত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নিজেদের স্বার্থেই এমন পরিস্থিতিতে ভোট করাচ্ছে তৃণমূল।
 

  • 6/7

তবে ফাঁকা মাঠে কোনও ভাবেই তৃণমূলকে গোল দিতে দেওয়া হবে না। তাই ভোট হলে জোরকদমে প্রচার চলবে বলেই জানিয়ে দেন দিলীপবাবু। 

  • 7/7

'ভোট বন্ধ না হলে সব মিটিং-মিছিল করব, পারলে আটকাক,' হুঁশিয়ারি দিতেও দেখা যায় দিলীপ ঘোষকে।

Advertisement
Advertisement