Advertisement

পশ্চিমবঙ্গ

Bodo Mech Development Council : মমতার অনুমতির থোড়াই কেয়ার! বোড়ো-মেচ উন্নয়ন পরিষদ গঠিত

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 03 Sep 2021,
  • Updated 9:13 AM IST
  • 1/7

আগামী ছয় তারিখ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সফরের আগেই রাজ্য সরকারের  স্বীকৃতি ছাড়াই বোড়ো, মেচ জনগোষ্ঠীর জন্য গঠন হয়ে গেল বোড়ো-মেচ উন্নয়ন পরিষদ (Bodo Mech Development Council)। শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যেমে এই বোড়ো-মেচ উন্নয়ন পরিষদ (Bodo Mech Development Council) গঠন করা হয়।

  • 2/7

এই উন্নয়ন পরিষদে  একদিকে যেমন রয়েছে বোড়ো, মেচ সম্প্রদায়ের অরাজনৈতিক ব্যক্তিরা। অন্যদিকে রয়েছেন এই সম্প্রদায়ের আলিপুরদুয়ার জেলার তৃণমূলের প্রথম সারির জেলা নেতৃত্ব।

  • 3/7

মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই গড়ে ওঠা এই উন্নয়ন পরিষদের (Bodo Mech Development Council) কনভেনর পদে রয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিপ্লব নার্জিনারি, এবং আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গার্গী নার্জিনারি-সহ আরও বেশ কয়েকজন নেতৃত্ব।

  • 4/7

এই উন্নয়ন পরিষদের (Bodo Mech Development Council) আরেক কনভেনর বিনয় নার্জিনারি বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে নির্বাচনি জনসভায় এসে মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। এখানকার ভূমিপুত্র বোড়ো,মেচ,গাড়ো,টোটো জনজাতিদের নিয়ে তিনি একটি উন্নয়ন পরিষদের কথা বলে গেছিলেন। বিনয় নার্জিনারি জানান, আমরা একটি উন্নয়ন পরিষদ গঠন করেছি। এখন আমাদের দাবি, দিদি আমাদের এই উন্নয়ন পরিষদকে সরকারি স্বীকৃতি দিক।

  • 5/7

কমিটি (Bodo Mech Development Council)-র সভাপতি উদয় মোচারি জানান যে ডুয়ার্সের আদি ভূমিপূত্র বোড়ো মেচদের উন্নয়ন ও ভাষা সাংস্কৃতিক এবং তার রক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবো। এবং আমাদের উন্নয়ন পরিষদের জন্য সরকারি স্বীকৃতি দাবি করব।

  • 6/7

আগামী ৬ সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee)-র উত্তরবঙ্গ সফরকে বোড়ো মেচ উন্নয়ন পরিষদের (Bodo Mech Development Council) তরফ থেকে  স্বাগত জানানো হবে এবং দিদির আগমন উপলক্ষে ৬ সেপ্টেম্বরে আলিপুরদুয়ার শহরে করোনা অতিমারীর সরকারি নিয়ম মেনে আমাদের উন্নয়ন পরিষদের তরফ থেকে একটি মিছিল করা হবে।

  • 7/7

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) দার্জিলিং পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বেশ কয়েকটি উন্নয়ন পরিষদ গঠন করেছেন। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবার রাজ্যের স্বীকৃতি ছাড়াই বোড়ো-মেচ উন্নয়ন পরিষদ (Bodo Mech Development Council) গঠন করে দিল বোড়ো, মেচ জনজাতি গোষ্ঠী।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement