আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা দেশ। সীমান্তে সুরক্ষা করা বিএসএফ জওয়ানেরা প্রতি বছরের মতো এবারও সামিল হলেন দিলাবলিতে।
শনিবার রাতে জলঙ্গিতে বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা দীপাবলি পালন করেন। আলোতে সাজিয়ে তোলেন গোটা চত্বর।
প্রতিবছরই দীপাবলির এই দিনগুলি অন্যরকম ভাবে কাটান জওয়ানরা। পরিবার ছেড়ে দূরে কর্তব্যের মধ্যে অবিচল থেকে দীপাবলির দিনটিতে খুশি ভাগ করে নেন।
ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ এই অংশ রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ জওয়ানেরা। দীপাবলির দিন কর্তব্য রক্ষাতেও অবিচল থেকেছেন তাঁরা।
খুশির ঝলক বিএসএফ জওয়ানের মুখে। দিপাবলির এই দিনটি সবসময়েই অন্যরকম তাঁদের কাছে।
আলোতে রোশনাইয়ে সাজিয়ে তুলেছেন গোটা ক্যাম্প চত্বর। সেইসঙ্গে নিজেদের মতোই উৎযাপন করছেন দীপাবলি।
দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখা যায় জওয়ানদের মধ্যে থেকে সময় কাটাতে। রাজস্থানের লঙ্গওয়ালা সেনা ঘাঁটিতে শনিবার জওয়ানদের মাঝে সময় কাটান প্রধানমন্ত্রী।
প্রতি বছর এই দিনটা অন্যরকম ভাবে কাটান কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। দীপাবলির দিন খুশির ঝলক দেখা যায় তাঁদের মধ্যে।