Advertisement

পশ্চিমবঙ্গ

দীপাবলিতে অন্য ছবি, আলোর উৎসবে সামিল জলঙ্গির BSF জওয়ানরা

গোপাল ঠাকুর
  • 15 Nov 2020,
  • Updated 9:06 AM IST
  • 1/8

আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা দেশ। সীমান্তে সুরক্ষা করা বিএসএফ জওয়ানেরা প্রতি বছরের মতো এবারও সামিল হলেন দিলাবলিতে।

  • 2/8

শনিবার রাতে জলঙ্গিতে বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা দীপাবলি পালন করেন। আলোতে সাজিয়ে তোলেন গোটা চত্বর।

  • 3/8

প্রতিবছরই দীপাবলির এই দিনগুলি অন্যরকম ভাবে কাটান জওয়ানরা। পরিবার ছেড়ে দূরে কর্তব্যের মধ্যে অবিচল থেকে দীপাবলির দিনটিতে খুশি ভাগ করে নেন। 

  • 4/8

ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ এই অংশ রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ জওয়ানেরা। দীপাবলির দিন কর্তব্য রক্ষাতেও অবিচল থেকেছেন তাঁরা।
 

  • 5/8

খুশির ঝলক বিএসএফ জওয়ানের মুখে। দিপাবলির এই দিনটি সবসময়েই অন্যরকম তাঁদের কাছে।
 

  • 6/8

আলোতে রোশনাইয়ে সাজিয়ে তুলেছেন গোটা ক্যাম্প চত্বর। সেইসঙ্গে নিজেদের মতোই উৎযাপন করছেন দীপাবলি।
 

  • 7/8

দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখা যায় জওয়ানদের মধ্যে থেকে সময় কাটাতে।  রাজস্থানের লঙ্গওয়ালা সেনা ঘাঁটিতে শনিবার জওয়ানদের মাঝে সময় কাটান প্রধানমন্ত্রী।

  • 8/8

প্রতি বছর এই দিনটা অন্যরকম ভাবে কাটান কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। দীপাবলির দিন খুশির ঝলক দেখা যায় তাঁদের মধ্যে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement