পদ্ম পুরস্কারের (Padma Awards 2022) জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে পদ্মভূষণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। যদিও সেই সম্মান প্রত্যাখ্যান করেছেন তিনি।
এই বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি, "পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।"
বুদ্ধবাবুর এই বিবৃতির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুরস্কারের বিষয়ে কেন্দ্রের তরফে আগে তাঁকে কিছু জানানো হয়নি?
আরও পড়ুন - সংবিধান লেখা শুরু হয়েছিল ঠিক কবে? সাধারণতন্ত্র দিবসের কিছু ইতিহাস
যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, অন্যান্য পুরস্কার প্রাপকদের মতো ফোন করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেও (Buddhadeb Bhattacharjee)। তবে তিনি অসুস্থ থাকায় তাঁর স্ত্রীয়ের সঙ্গে কথা হয়। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে পদ্ম সম্মান দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র।
তবে শুধু বুদ্ধবাবুই নন, এর আগে পশ্চিমবঙ্গের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম পদ্ম পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছিল। তিনি অজয় মুখোপাধ্যায় (Ajoy Mukherjee)। ১৯৭৭ সালে পদ্মবিভূষণ দেওয়া হয় তাঁকে।
এছাড়াও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে বিধানচন্দ্র রায় (Bidhan Chandra Roy) দেশের সর্বোচ্চ অসামরকি পুরস্কার ভারত রত্নে (Bharat Ratna) সম্মানিত হয়েছিলেন।
পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামও ভারত রত্নের জন্য ঘোষণা করা হয়। তবে তিনি তা নিতে অস্বীকার করেন।