Advertisement

পশ্চিমবঙ্গ

Photos: শিলিগুড়িজুড়ে নানাভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 05 Jun 2021,
  • Updated 7:27 PM IST
  • 1/13

থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে পরিবেশ দিবস উপলক্ষে খাবার তুলে দেওয়া হয় দুঃস্থদের হাতে।

  • 2/13

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের তরফে এদিন দিনটি পালন করা হয়েছে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় এদিন শিলিগুড়ির দেশবন্ধুপাড়া বিজ্ঞান মঞ্চের তরফে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পিতা শ্রী প্রশান্ত সাহার আর্থিক সাহায্য এদিন  ছাত্র-যুব দের হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার।

  • 3/13

এই করোনা পরিস্থিতিতে যেসব ছাত্র-যুব রা নিজের কথা না ভেবে প্রথম সারিতে কাজ করে চলেছেন এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় ২১ টি স্যানিটাইজার মেশিন এবং ৬ টি অক্সিজেন সিলিন্ডার। এর পাশাপাশি শহর শিলিগুড়ি যে সমস্ত পরিবারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন দুঃস্থ পরিবারের মধ্যে পাঁচটি পরিবারকে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয় প্রশান্ত সাহার সেই তহবিল থেকে।

  • 4/13

এদিন নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল।

  • 5/13

সংগঠনের সদস্য়রা গাছ লাগানোর পাশাপাশি মেডিক্যাল কলেজ চত্বর স্যানিটাইজড করেন। উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফেও।

  • 6/13

করোনা পরিস্থিতির মধ্য়েও মেডিক্য়াল কলেজে ঢুকে প্রতিটি ওয়ার্ডে স্যানিটাইজ করেন সদস্যরা। পরে পরিবেশ দিবস সম্পর্কে আলোচনা করা হয়।

  • 7/13

এদিন ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়। স্থানীয় মাইকেল মধুসূদন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগান সদস্যরা।

  • 8/13

উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মদন ভট্টাচার্য, ওয়ার্ড সভাপতি বিষ্ণু সাহা সহ অন্যান্যরা। 

  • 9/13

এছাড়া বিশ্ব বাংলা হেল্প ডেস্ক থেকে প্রতিদিন দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন মদনবাবু।

  • 10/13

শিলিগুড়ি ৪৩ নম্বর ওয়ার্ডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, পাড়াতে স্যানিটাইজেশন ও দুস্থ কিছু মানুষদের খাবার বিতরণ করা হল জেলা বিজেপির তরফ থেকে।

  • 11/13

উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষ এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শ্রীমতি শিখা চট্টোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা ও অন্যান্যরা।

  • 12/13

এদিন এলাকায় একাধিক জায়গায় গাছের চারা রোপণ করে তাকে লালন করার শপথ গ্রহণ করেন দলীয় সদস্যরা।

  • 13/13

এক একটি গাছ এক একজন কর্মী লালনের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিদিন পরিচর্যার মাধ্যমে গাছটিকে বৃক্ষে পরিণত করার শপথ নেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement