Advertisement

পশ্চিমবঙ্গ

Vehicle Permit Online: ফুরচ্ছে দুর্ভোগের দিন! ডিসেম্বর থেকে রাজ্যে অনলাইনেই মিলবে গাড়ির পারমিট

সুদীপ দে
  • 07 Sep 2021,
  • Updated 2:20 PM IST
  • 1/6

প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। আগামী ১ ডিসেম্বর থেকে গাড়ির পারমিট মিলবে অনলাইনেই!

  • 2/6

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে যাবতীয় বাণিজ্যিক গাড়ির নতুন পারমিট ও তার রিনিউ— সবটাই হবে অনলাইনে। ফলে রাস্তায় গাড়ি নামানোর আগে সরকারি ছাড়পত্র পেতে দুর্ভোগের দিন এবার ফুরিয়ে এল।

  • 3/6

সম্প্রতি বাণিজ্যিক গাড়ির ‘অনলাইন পারমিট’ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, পারমিট নিয়ে বেড়ে ওঠা দালাল চক্র আর দুর্নীতির অবসান ঘটাতেই সমস্ত প্রক্রিয়াটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 4/6

যে কোনও বাণিজ্যিক গাড়ি নির্দিষ্ট রুটে নামানোর জন্য রাজ্য পরিবহণ দপ্তরে পারমিটের জন্য আবেদন করতে হয়। বিভাগীয় কর্তারা আবেদন খতিয়ে দেখে আবেদনের ১৮০ দিনের মধ্যে ছাড়পত্র দেন। বিভিন্ন গাড়ির পারমিট ফিও ভিন্ন ভিন্ন হয়। পারমিটের মেয়াদ থাকে পাঁচ বছর।

  • 5/6

২০১৬-২০১৭ অর্থবর্ষ থেকেই ‘সারথি’ এবং ‘বাহন’ নামে দু’টি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পেতে আবেদনকারীকে আর সরকারি অফিসে ছুটতে হচ্ছে না।

  • 6/6

গাড়ির পারমিটের ক্ষেত্রেও অনলাইন প্রক্রিয়া চালু হলে রাজ্যের আঞ্চলিক দফতরগুলিতে ভিড় অনেক কমবে। সেই সঙ্গে কমবে আবেদনকারীর দুর্ভোগ এবং পারমিট হাতে পাওয়ার সময়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement