Advertisement

পশ্চিমবঙ্গ

Corona Vaccination : টিকা কই? ২৭ ঘণ্টা ধরে লাইন হাবরার হাসপাতালে

দীপক দেবনাথ
  • 03 Aug 2021,
  • Updated 2:56 PM IST
  • 1/6

এক আধ ঘণ্টা নয়, রাত জেগে টানা ২৭ ঘণ্টা হাসপাতাল চত্বরের বাইরে বসে-শুয়ে কাটালেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন। ঘটনা হাবরা স্টেট জেনারেল হাসপাতালের। 

  • 2/6

লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন জানান, তাঁরা দিনের পর দিন ভ্যাকসিনের জন্য হাসপাতালে আসছেন। কিন্তু, মিলছে না। কারও প্রথম ডোজ নেওয়া বাকি কারও আবার দ্বিতীয় ডোজ দরকার। 

  • 3/6

ভ্যাকসিন পাওয়ার আশায় সোমবারও অনেকে এসেছিলেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সকাল থেকে অপেক্ষা করছিলেন। কিন্তু, ভ্যাকসিন পাননি। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ দেওয়া হয়। সেখানে জানানো হয়, মঙ্গলবার ২০ জনকে প্রথম ডোজ ও ৫০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 

  • 4/6

এই নোটিশ দেখামাত্র লাইনে দাঁড়ানো লোকজন ঠিক করেন তাঁরা বাড়ি ফিরবেন না। দিনভর অপেক্ষা করবেন। সেই মতো মঙ্গলবার পর্যন্ত টানা ২৭ ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। 

  • 5/6

হাসপাতালে তাঁরা এসেছিলেন কার্যত খালি হাতে। কাছে খাবার-দাবারও ছিল না। সেই কারণে কেউ মুড়ি, কেউ বিস্কুট খেয়ে রাত কাটান হাসপাতাল চত্বরে। 

  • 6/6

ভ্যাকসিন নিতে আসা একজন জানান, তিনি এর আগেও অনেকদিন এসেছিলেন ভ্যাকসিন নিতে। তবে পাননি। সেই কারণে ঠিক করেন, রাত জেগে হাসপাতালেই কাটাবেন। যদি ভ্যাকসিন পাওয়া যায় এই আশায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement