Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Ashani Update: বাড়ছে সাইক্লোন 'অশনি'-র শক্তি, কতটা প্রভাব বাংলায়? জানুন

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 20 Mar 2022,
  • Updated 2:36 PM IST
  • 1/8

Bengal Weather Update: প্রখর রোদের তাপে রাজ্যে বেলায় বাড়ছে গরম। এরই মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন 'অশনি'। এতে বাংলায় কী প্রভাব পড়তে চলেছে? জানালো আবহাওয়া দফতর।
 

  • 2/8

গতকালের নিম্নচাপটি আজ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 
 

  • 3/8

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। 
 

  • 4/8

আগামী ২৪ ঘণ্টায় আরও একটু শক্তি বাড়িয়ে ১২ ঘণ্টা পরে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 
 

  • 5/8

সাইক্লোনে পরিণত হওয়ার পর এটি উত্তর দিকে ঘুরবে। আন্দামান-নিকোবরে সমস্ত সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

  • 6/8

প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার জন্য পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। পূর্বের কোনও এলাকাতেই এর প্রভাব পড়বে না। 

  • 7/8

আগামী তিন-চার দিন আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। 
 

  • 8/8

কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। আজ সর্বনিম্ন ২৫ ডিগ্রি ও সর্বোচ্চ ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।

Advertisement
Advertisement