Bengal Weather Update: প্রখর রোদের তাপে রাজ্যে বেলায় বাড়ছে গরম। এরই মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন 'অশনি'। এতে বাংলায় কী প্রভাব পড়তে চলেছে? জানালো আবহাওয়া দফতর।
গতকালের নিম্নচাপটি আজ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপটি।
আগামী ২৪ ঘণ্টায় আরও একটু শক্তি বাড়িয়ে ১২ ঘণ্টা পরে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
সাইক্লোনে পরিণত হওয়ার পর এটি উত্তর দিকে ঘুরবে। আন্দামান-নিকোবরে সমস্ত সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার জন্য পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। পূর্বের কোনও এলাকাতেই এর প্রভাব পড়বে না।
আগামী তিন-চার দিন আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে।
কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। আজ সর্বনিম্ন ২৫ ডিগ্রি ও সর্বোচ্চ ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।