Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Gulab : খুব সাবধান! ধেয়ে আসছে সাইক্লোন 'গুলাব', জানুন বিস্তারিত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2021,
  • Updated 9:21 PM IST
  • 1/8

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)। এর প্রভাবে বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এখন প্রশ্ন কী এই সাইক্লোন গুলাব? কারা এর নাম দিল? 

  • 2/8

এই ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। বিভিন্ন সময় বিভিন্ন দেশ ঝড়ের নাম দিয়ে থাকে। এবার নাম দিয়েছে পাকিস্তান। 

  • 3/8

 ইতিমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও। 

  • 4/8

গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব। 

  • 5/8

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এই প্রক্রিয়া আরও জোরালো হবে।

  • 6/8

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে গুলাব। যার জেরে দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। 
 

  • 7/8

বিশেষ সতর্কতা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
 

  • 8/8

প্রসঙ্গত, ইয়াসের সময় রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। গুলাবের প্রভাব এবার সরাসরি না পড়লেও ভালো প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement