উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang)। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ মধ্যরাতেই বাংলাদেশের বড়িশালের কাছে তিনকোণা দ্বীপ ও সনদ্বীপের মধ্য দিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের।
এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায়। এছাড়া এরাজ্যের উপকূল দিয়ে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার দুপুর নাগাদ হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত।
একইসঙ্গে ১ মিটার পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
ঘূর্ণিঝড় প্রসঙ্গে ইতিমধ্যেই মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন - সর্দিকাশি থেকে পেটের সমস্য, মহৌষধ কালো জিরে, এভাবে ব্যবহার করুন
মুখ্যমন্ত্রী বলেন,'যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না।'
একইসঙ্গে সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানকার মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান তিনি। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।