Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Sitrang Latest Update : রাতেই সিতরাংয়ের ল্যান্ডফল, রাজ্যের কোথায়-কেমন বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2022,
  • Updated 11:28 PM IST
  • 1/7

উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang)। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ মধ্যরাতেই বাংলাদেশের বড়িশালের কাছে তিনকোণা দ্বীপ ও সনদ্বীপের মধ্য দিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের। 

  • 2/7

এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায়। এছাড়া এরাজ্যের উপকূল দিয়ে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

  • 3/7

হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার দুপুর নাগাদ হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। 

  • 4/7

একইসঙ্গে ১ মিটার পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। 

  • 5/7

ঘূর্ণিঝড় প্রসঙ্গে ইতিমধ্যেই মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)। 

আরও পড়ুনসর্দিকাশি থেকে পেটের সমস্য, মহৌষধ কালো জিরে, এভাবে ব্যবহার করুন

  • 6/7

মুখ্যমন্ত্রী বলেন,'যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না।' 

  • 7/7

একইসঙ্গে সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানকার মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান তিনি। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement