Advertisement

পশ্চিমবঙ্গ

COVID রুখতে বকখালিতে নয়া নির্দেশিকা, না মানলে 'No Entry'

প্রসেনজিৎ সাহা
  • বকখালি,
  • 19 Jul 2021,
  • Updated 1:41 PM IST
  • 1/7

রাজ্যে কমছে সংক্রমণ। ঘরবন্দি মানুষও জীবনে বৈচিত্র্য চাইছেন। তাই অনেকেই বেরিয়ে পড়তে চাইছেন ছোটখাটো ট্যুরে। এই অবস্থায় নতুন করে যাতে সংক্রমণ না ছড়ায় তাই পর্যটনস্থলগুলি নিয়ে কড়া নির্দেশিকা জারি করছে স্থানীয় প্রশাসন।

  • 2/7

তারাপীঠ-শান্তিনিকেতন বা দিঘা ঘুরতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। এবার সেই কড়া পদক্ষেপ করলো দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনও। 

  • 3/7

নামখানা ব্লকের বকখালি, ফ্রেজারগঞ্জ এবং মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্রগুলিতে চালু হল করোনাবিধি।

  • 4/7

 বকখালি-সহ সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে গেলে দেখাতে হবে দু’টি ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র বা ৪৮ ঘণ্টা আগে করা আরটি-পিসিআর পরীক্ষার শংসাপত্র। এ নিয়ে ইতিমধ্যে নামখানা ব্লক প্রশাসন   নির্দেশিকা জারি করেছে।
 

  • 5/7

রবিবার থেকেই বকখালি ঢোকার  প্রবেশ পথে নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রতিটি গাড়িতে চলছে নাকা চেকিং। টিকার এক ডোজ থাকলেও মিলছে না প্রবেশের অনুমতি। ফলে মাঝপথেই গাড়ি ঘুরিয়ে চলে আসতে হচ্ছে অনেককে। 

  • 6/7

বকখালি পর্যটন কেন্দ্রে ঢোকার মুখেই নামখানায় চেকিং-এর ছবি ধরা পড়েছে।  নামখানা থানার পুলিশ নিয়ম অনুযায়ী শংসাপত্র না দেখাতে পারলে ফেরত পাঠিয়ে দিচ্ছে। 

  • 7/7

 বকখালি পর্যটন কেন্দ্রের সমস্ত হোটেলকেও অন্যান্য পর্যটন কেন্দ্রের মত  সমস্ত বিধি মানতে হবে। এই নিয়ে নিয়মিত মাইকিংও করছে প্রশাসন। 

Advertisement
Advertisement