Advertisement

পশ্চিমবঙ্গ

Duare Vaccine for Animals : ছাগলছানা থেকে মুরগির পিলে, বাছুর, সবার জন্য দুয়ারে ভ্যাক্সিন!

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 02 Oct 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/24

Duare Vaccine for Animals by ARD: দুয়ারে সরকারের পর এবার দুয়ারে ভ্যাকসিন। তবে মানুষের জন্য জন্য গবাদি প্রাণীদের জন্য। 

  • 2/24

রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ এবার দুয়ারে বিনামূল্যে ভ্যাকসিন এবং ওষুধপত্র নিয়ে এল গবাদি  এবং গৃহপালিত অন্যান্য প্রাণীদের জন্য।

  • 3/24

রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নিয়েছে এবার নতুন উদ্যোগ।

  • 4/24

তারা চালু করেছেন ভ্রাম্যমাণ পশু চিকিৎসা কেন্দ্র।

  • 5/24

গ্রামাঞ্চলে হাঁস-মুরগি-ছাগল-গরু এখন অনেকেই প্রতিপালন করে থাকেন।

  • 6/24

দীর্ঘ লকডাউনে তা প্রধান উপজীবিকা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রেই।

  • 7/24

কিন্তু তাদের ও নিয়মিত ভ্যাক্সিনেসন এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন রকম চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

  • 8/24

বিশেষত বর্ষাকালে তা আরও গুরুত্বপূর্ণ। এমনই কথা জানান প্রাণীরোগ বিশেষজ্ঞরা।

  • 9/24

কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে সেই সব পশুদের জন্য কজন মানুষ আর ভাবতে পারছেন? 

  • 10/24

তার ওপর পশু চিকিৎসা কেন্দ্রগুলি ব্লকের মধ্যে দু-একটি থাকলেও গ্রাম থেকে অনেকটাই দূরে অবস্থিত হয় বেশিরভাগ ক্ষেত্রেই।

  • 11/24

সম্ভবত সেই কথা ভেবেই রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতর চালু করেছেন ভ্রাম্যমাণ পশু চিকিৎসা কেন্দ্র।

  • 12/24

রাজ্যের বিভিন্ন জায়গাতেই সেই পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পশু চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন গ্রামে। 

  • 13/24

গরু-মোষ-হাঁস-মুরগি-ছাগল-সহ বিভিন্ন পশুদের তারা নির্ধারিত সময় ভিত্তিক ভ্যাকসিন দিচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। 

  • 14/24

ভ্রম্যমান এই পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাম গ্রামাঞ্চলের অন্য মানুষ।

  • 15/24

নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়া এলাকায় বর্তমানে এই ধরনের ভ্রাম্যমাণ পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ।

  • 16/24

শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের আগে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামীণ প্রাণী-পাখি পালনকারীরা। 

  • 17/24

তাঁরা কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এর আগেও দুই-একবার এধরনের ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয়ের আয়োজন করা হয়েছিল।

  • 18/24

সেখান থেকে বিনামূল্যে ভ্যাকসিন ওষুধ পাওয়া গিয়েছিল। যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। 

  • 19/24

আগামী সময়েও ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন তাঁরা।

  • 20/24

চিকিৎসক এবং অন্যান্য পশু স্বাস্থ্যকর্মীরা জানান, শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটি ক্যাম্প ইতিমধ্যে হয়েছে। 

  • 21/24

সেখানে এখনও সাতটি ক্যাম্পে এভাবেই পৌঁছবেন তাঁরা।

  • 22/24

ফলে আরও অনেক মানুষ উপকার পাবেন।

  • 23/24

বাঁচবে তাঁদের পালন করা হাঁস-মুরগি থেকে শুরু করে গরু-বাছুর।

  • 24/24

প্রাণীসম্পদ গ্রামীণ অর্থনীতীর ক্ষেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement