Advertisement

পশ্চিমবঙ্গ

Durga Puja Rain Weather: পুজোয় বৃষ্টি নিশ্চিত? নিম্নচাপের গতিবিধিতে যা জানা যাচ্ছে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 22 Sep 2025,
  • Updated 12:32 PM IST
  • 1/10

আজকাল মহালয়া থেকেই মোটামুটি দুর্গাপুজো শুরু হয়ে যায়। ইতিমধ্যেই কিছু জনপ্রিয় পুজো মণ্ডপে ভিড় হতে শুরু করেছে। কিন্তু এরই মধ্যে ফের দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীর আগে থেকেই নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে বঙ্গোপসাগরে। সেই কারণেই উৎসবের মরসুমেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না।

  • 2/10

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির দাপট কিছুটা কমেছে। তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি উল্টে গিয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহ জুড়েই রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে।

  • 3/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার বেশি বৃষ্টি হতে পারে।

  • 4/10

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। ফলে দুর্গাপুজোর কেনাকাটায় বের হলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।

  • 5/10

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব–পশ্চিম দিকের একটি ট্রফ সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম থেকে শুরু হয়ে বিহার, উত্তরবঙ্গ হয়ে তা পৌঁছেছে পূর্ববাংলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক কিলোমিটার উঁচুতে এই সিস্টেম সক্রিয় থাকায় বঙ্গ জুড়ে টানা আর্দ্রতা ঢুকছে।

  • 6/10

এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। অন্য দিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

  • 7/10

২২ সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  • 8/10

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বৃষ্টির দাপট আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  অঙ্ক ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

  • 9/10

২৪ সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 10/10

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে। টানা চার দিন ঝড়বৃষ্টির ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশেই ফের ভিজে যাবে পুজোর আগে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement