Advertisement

পশ্চিমবঙ্গ

খানাকুলে বন্যার জলে তলিয়ে গেল কিশোরী, তল্লাশি NDRF-র

ভোলানাথ সাহা
  • খানাকুল,
  • 05 Oct 2021,
  • Updated 10:51 AM IST
  • 1/5

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুলের (Hooghly Khanakul) বেশকিছু এলাকা। এরইমাঝে স্নান করার সময় বন্যার জলে তলিয়ে গেল ১৪ বছরের কিশোরী। 

  • 2/5

তলিয়ে যাওয়া কিশোরীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, খানাকুল ২ নম্বর ব্লকের ধান নগরী গ্রাম পঞ্চায়েতের (GP) মাইতি পাড়ায় বাসিন্দা বছর ১৪-র ওই কিশোরী স্নান করার সময় জলের স্রোতে তলিয়ে যায়। 

  • 3/5

খবর পয়ে সঙ্গে সঙ্গে এনডিআরএফ (NDRF) ও নিজস্ব লোকজনকে নিয়ে এলাকায় পৌঁছান জেলা পরিষদের সদস্য মুন্সি নজবুল করিম।

  • 4/5

ওই কিশোরীর খোঁজে শুরু হয় তল্লাশি। যদিও বেশকিছুক্ষণ তল্লাশি চালানোর পরেও কোনও সন্ধান পাওয়া যায়নি কিশোরীর। 

  • 5/5

এরপর মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেন মুন্সি নজবুল করিম। যেভাবেই হোক রাজ্য সরকার ও এনডিআরএফ-এর সহযোগিতায় ওই কিশোরীকে খুঁজে বের করা হবে বলে তার পরিবারকে আশ্বাসও দেন তিনি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement