লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুলের (Hooghly Khanakul) বেশকিছু এলাকা। এরইমাঝে স্নান করার সময় বন্যার জলে তলিয়ে গেল ১৪ বছরের কিশোরী।
তলিয়ে যাওয়া কিশোরীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, খানাকুল ২ নম্বর ব্লকের ধান নগরী গ্রাম পঞ্চায়েতের (GP) মাইতি পাড়ায় বাসিন্দা বছর ১৪-র ওই কিশোরী স্নান করার সময় জলের স্রোতে তলিয়ে যায়।
খবর পয়ে সঙ্গে সঙ্গে এনডিআরএফ (NDRF) ও নিজস্ব লোকজনকে নিয়ে এলাকায় পৌঁছান জেলা পরিষদের সদস্য মুন্সি নজবুল করিম।
ওই কিশোরীর খোঁজে শুরু হয় তল্লাশি। যদিও বেশকিছুক্ষণ তল্লাশি চালানোর পরেও কোনও সন্ধান পাওয়া যায়নি কিশোরীর।
এরপর মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেন মুন্সি নজবুল করিম। যেভাবেই হোক রাজ্য সরকার ও এনডিআরএফ-এর সহযোগিতায় ওই কিশোরীকে খুঁজে বের করা হবে বলে তার পরিবারকে আশ্বাসও দেন তিনি।