Advertisement

পশ্চিমবঙ্গ

১৯ দিন অনশনের পর উত্তরপাড়ায় মৃত্যু জৈন ধর্মাবলম্বীর, ঘটনাস্থলে পুলিশ

ভোলানাথ সাহা
  • উত্তরপাড়া,
  • 16 Dec 2021,
  • Updated 2:44 PM IST
  • 1/5

হুগলির উত্তরপাড়ায় (Hooghly Uttarpara) ঘটে গেল এক বিরল ঘটনা। ১৯ দিন অনশনের পর স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন জৈন ধর্মাবলম্বী বছর ৮৭-র এক বৃদ্ধা। মৃতার নাম সরস্বতী দেবী সুরানা। 

  • 2/5

পরিবারের তরফে জানা গিয়েছে, গত ১৯ দিন ধরে খাবারদাবার খাচ্ছিলেন না তিনি। এমনকী জলস্পর্শও বন্ধ করে দেন। 

  • 3/5

পরিবর্তে শুধুই ইশ্বরের নাম জপ করতে থাকেন। (প্রতীকী ছবি)

  • 4/5

এরপর বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

  • 5/5

জৈন ধর্মের রীতি অনুযায়ী একে 'সান্তারা' (Santhara In Jainism) বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। (প্রতীকী ছবি)

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement