Advertisement

পশ্চিমবঙ্গ

সন্ধ্যা নামলেই মদ আর গাঁজা! গোঘাটে BJPর অফিসে ভয়ানক চিত্র

ভোলানাথ সাহা
  • গোঘাট,
  • 05 Jun 2021,
  • Updated 9:53 AM IST
  • 1/6

লাইন দিয়ে পড়ে রয়েছে মদের বোতল। সঙ্গে রয়েছে গাঁজার কল্কে ও অন্যান্য নেশার সামগ্রী। ঘটনা গোঘাটের একটি বিজেপি পার্টি অফিসের।

  • 2/6

রাশি রাশি মদের বোতল ও গাজা খাওয়ার কল্কি সহ অন্যান্য নেশার সামগ্রী পাওয়া গেল বিজেপির পার্টি অফিস থেকে। এমনটাই অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে পঞ্চায়েতের নবাসন এলাকায়।

  • 3/6

জানা গিয়েছে, বিগত দিনে কার্যালয়টি সিপিএমের দখলে ছিল। পরবর্তী সময়ে ক্লাবে পরিণত হয়। পরে ২০১৯ এ লোকসভা নির্বাচনের সময় কালে বিজেপির উত্থানের পরে বিজেপির কর্মীরা এটিকে তাদের পার্টি অফিস বানায় এবং নির্বাচনী কাজকর্মই এই দলীয় কার্যালয় থেকেই হয় । 

  • 4/6

২০২১ এ বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় তেমন সাফল্য না পেলেও আরামবাগ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রেই তারা জয়ী হয়। এরপর থেকেই অভিযোগ, জয়ের আনন্দে দলীয় কার্যালয় গুলিতে রীতিমত মদ-গাঁজার আসর বসে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের অভিযোগ তুলতে থাকে। 

  • 5/6

তৃণমূলের দাবি, তারা ওই পার্টি অফিসে পৌঁছে দেখেন সেখানে  সারি সারি মদের বোতল গাজা খাওয়ার কল্কি এছাড়া অন্যান্য সামগ্রী পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ পেয়েই তারা সেখানে গিয়েছিলেন বলে দাবি তৃণমূলের।

  • 6/6

যদিও গোটা বিষয়টিতে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। তাদের দাবি, নির্বাচনের পরে তাদের এই কার্যালয়টি তৃণমূল দখল করে নেয়। ফলে এই পার্টি অফিসে তাদের রয়েছে, এমন ভাবার প্রশ্নই নেই। বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল এই কাজ করছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement