Advertisement

পশ্চিমবঙ্গ

ডানকুনিতে সাড়ে ৬ কোটি টাকার চন্দন কাঠ বাজেয়াপ্ত, ধৃত ২

ভোলানাথ সাহা
  • ডানকুনি,
  • 29 Jun 2021,
  • Updated 9:15 PM IST
  • 1/5

গোপন সূত্রে খবর পেয়ে আন্তঃরাজ্য কাঠ পাচার চক্রের জাল ভেদ করল হুগলির চন্দননগর কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) ডানকুনি থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকার চোরাই চন্দন কাঠ সহ একটি ট্রাক। গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

  • 2/5

জানা গিয়েছে, মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর পার ডানকুনি এলাকার একটি গোডাউনে হানা দেয় পুলিশ। একটি ট্রাক থেকে ওই বিপুল পরিমান চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতারও করা হয় ২ জনকে। 

  • 3/5

এই বিষয়ে চন্দননগর কমিশনারেটের এসিপি ৩ গোলাম সরোয়ার এবং ডানকুনি থানার আইসি তাপস সিনহা জানান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার নম্বর প্লেট দেওয়া একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে।

  • 4/5

পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি চন্দননগর কমিশনারেটের পুলিশ। 

  • 5/5

ওই দুজন ছাড়া গোডাউনের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। এই চক্রে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।   

Advertisement
Advertisement