Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : জোড়া হাঁস সাবড়ে ঘুমিয়েই পড়েছিল! সকালে উদ্ধার ৭ ফুটের ময়াল

শাজাহান আলী
  • কেশিয়াড়ি,
  • 14 Jun 2021,
  • Updated 12:12 AM IST
  • 1/7

গৃহস্থের বাড়ি থেকে বিশাল আকারের ময়াল সাপ উদ্ধার হল। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে।

  • 2/7

কেশিয়াড়ির ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের বাগডিহাশোল গ্রামে ময়ালটি উদ্ধার করা হয়েছে। প্রায় ৭ ফুট লম্বা এবং ২৫ কেজি ওজনের ময়াল সাপ উদ্ধার হল ওই গ্রামের দুলাল দুয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে। মূলত খাবারের সন্ধানে এই সাপটি গৃহস্থের বাড়িতে ঢুকে গিয়েছিল বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর।

  • 3/7

রবিবার রাতে সাপটি দুলাল দুয়ারের বাড়ির গোয়াল ঘরে ঝুকে পড়েছিলেন। সেখানে হাস-মুরগি রাখা হয়। সেই জায়গায় ঢুকে যায়। যার মধ্যে দুটি হাঁসও খেয়ে নেয়। আর তারপর সেখানেই ঘুমিয়ে পড়ে!

  • 4/7

এদিন সকালে বাড়ির মহিলারা হাঁস বের করতে গিয়ে সাপটিকে দেখতে পান। তারপরে বন দফতরে খবর দেন এলাকার লোকজন। সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন।

  • 5/7

দুলাল দুয়া জানান, রবিবার রাত ৯-১০টার দিকে কুকুর আওয়াজ করেছিল। তখন ভেবেছিলাম চোরটোর নয়তো! সাপ হতে পারে ভাবিনি। তবে আওয়াজ পেয়েছিলাম। রাত ৯টার দিকে আওয়াজ পাই। পরে দেখি হাঁস খেয়ে মোটা হয়ে গিয়েছে। অচৈতন্য অবস্থা হয়ে গিয়েছে। তাই বেরোতো পারেনি। সকাল ১০টা নাগাদ হাঁস বের করতে যায় মেজো বউমা।

  • 6/7

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সাপটিকে গভীর ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এলাকবাসীদের অনুমান, গ্রামের কাছেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গল থেকে কোনও কারণে অতিবৃষ্টি বা অন্য় কোনও কারণে অথবা খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। এদিনের এই বৃহৎ আকারের সাপটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

  • 7/7

দুলালবাবু আরও জানান, তখন সেগুলি দেখা যায়নি। এরপর মোবাইল নিয়ে দেখতে গিয়েছিল। তখন ওই সাপটিকে দেখতা পায়। ভাবিনি ওই বড় হবে। ছোট হলে নিজেরাই ধরতে পারব। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। তাঁর অভিযোগ, অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসেনি। ততক্ষণে অনেক লোক জমা হয়ে গিয়েছে। এলাকার মানুষ সেটি ধরতে সাহায্য করেছেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement