Advertisement

পশ্চিমবঙ্গ

Jagadhatri Puja 2022 Chandannagar : কলকাতায় দুর্গাপুজোর ভিড়কে ছাপাল চন্দননগর, অষ্টমীর রাতে জনসমুদ্র, PHOTOS

প্রীতম ব্যানার্জী
  • চন্দননগর,
  • 02 Nov 2022,
  • Updated 2:09 PM IST
  • 1/10

জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) আর চন্দননগর যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। চন্দননগরের (Jagadhatri Puja 2022 Chandannagar) মানুষ সারা বছর অপেক্ষা করে বসে থাকেন মা জগদ্ধাত্রীর পথ চেয়ে। 

  • 2/10

৪ দিনেই বলতে গেলে গোটা বছরের আনন্দ প্রাণ ভরে উপভোগ করে নেন চন্দননগরবাসী। আর শুধু চন্দননগর কেন, গোটা রাজ্য তথা বাইরে থেকেও জগদ্ধাত্রীপুজোর সময় এখানে ভিড় জমান মানুষ। (ছবি সৌজন্যে -ফেসবুক)

  • 3/10

তবে করোনার জেরে গত ২ বছর সেই আনন্দে অনেকটাই ভাটা পড়ে। বেশ কয়েক জায়গায় পুজো হয় ছোট করে। আবার কোথাও কোথাও ঘটেই মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। 

  • 4/10

তবে এই বছর আবার পূর্ণ উদ্যোগে মা জগৎজননীর আরাধনায় মেতেছে চন্দননগর। অষ্টমীর রাতে সেই ছবিই ধরা পড়ল Bangla.Aajtak.In-এর ক্যামেরায়। (ছবি সৌজন্যে-ফেসবুক)

  • 5/10

চাউলপট্টির আদি মা থেকে উল্টোদিকের মেজো মা, কিংবা বাগবাজার চৌমাথা থেকে বিদ্যালঙ্কার, উপচে পড়া ভিড় সর্বত্রই।

  • 6/10

থিমের পুজো থেকে সাবেকিয়ানা, সব মিলে মিশে চন্দননগর আবার সেই পুরনো ছন্দে। সঙ্গে আলোর মেলা। নানা রঙের ও ডিজাইনের লাইটিংয়ে যেন দিনের আলোর মতোই ঝলমলে চন্দননগর। 

  • 7/10

দিনের বেলার চড়া রোদ হোক বা গভীর রাতের হালকা হিমেল পরশ, মানুষের ভিড় কম নেই কোনও সময়েই। 

আরও পড়ুনক্যান্সার থেকে কৃমি, ত্রিফলা চূর্ণের ১০ গুণ জীবন বদলে দেবে

  • 8/10

উদ্যোক্তা থেকে দর্শনার্থী, প্রত্যেকেই বলছেন, করোনার কঠিন সময় কাটিয়ে ফের আগের মতো করে মায়ের আরাধান হচ্ছে। 

  • 9/10

আর তাই সেই আনন্দ থেকে একটুও বঞ্চিত হতে চান না তাঁরা। 

  • 10/10

অন্যদিকে উৎসবের মাঝে যেন কোথাও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসনও

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement