Advertisement

পশ্চিমবঙ্গ

Jagadhatri Puja 2022 Krishnanagar : বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, কৃষ্ণনগরের বিস্ময়-প্রতিমা দেখুন, VIRAL

প্রীতম ব্যানার্জী
  • কৃষ্ণনগর,
  • 02 Nov 2022,
  • Updated 3:41 PM IST
  • 1/8

চলছে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022)। আর এই উপলক্ষে জমজমাট নদিয়ার কৃষ্ণনগর (Jagadhatri Puja 2022 Krishnanagar)। চন্দননগরের পাশাপাশি কৃষ্ণনগরেও জাঁকজমকের সঙ্গে মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। 

  • 2/8

প্রসঙ্গত, এই কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচলন। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই প্রথম পূজিতা হন মা জগদ্ধাত্রী। এর নেপথ্যে রয়েছে এক ইতিহাসও। 

  • 3/8

কথিক আছে, সমটা ১৭১০ খৃষ্টাব্দ। দুর্গাপুজোর সময়ে কোনও এক কারণে তৎকালীন নবাবের হাতে বন্দী হন রাজা কৃষ্ণচন্দ্র রায়। যখন ছাড়া পান, তখন দুর্গাপুজোর সময় চলে গিয়েছে। এরপরেই নাকি তিনি স্বপ্নাদেশ পান। সেই মতো পরের মাসে অর্থাৎ কার্তিক মাসের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পুজোর প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় (Raja Krishnachandra Roy)। 

  • 4/8

পরবর্তীকালে সেই পুজো চন্দননগর তথা অন্যত্র ছড়িয়ে পড়ে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে চালু হওয়ার পর থেকে আজও কৃষ্ণনগরের বুকে একইভাবে পূজিতা হয়ে আসছেন মা জগদ্ধাত্রী।

  • 5/8

এবছর আবার 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী' পুজোর আয়োজন করা হয়েছে কৃষ্ণনগরে। ব্যবস্থাপনায় কৃষ্ণনগরের রাধানগরের প্রতিভা ক্লাব। 

  • 6/8

আয়োজকরা জানাচ্ছেন, প্রতিমার উচ্চতা ৫২ ফুট। মুকুট ও সাজসজ্জা মিলিয়ে মোট উচ্চতা ৬৪ ফুট। মৃৎশিল্পী রমেশ পাল এবং তাঁর ১৮ জন সহযোগী মিলে গত দেড় মাসের পরিশ্রমে তৈরি করেছেন এই প্রতিমা, যা দেখতে ইতিমধ্যেই উপচে পড়েছে ভিড়।

  • 7/8

এছাড়াও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনার আরও এক আকর্ষণ চাষাপাড়া বারোয়ারির বুড়ি মা।

  • 8/8

পাশাপাশি রয়েছে বাঘাডাঙ্গা, একতা-সহ আরও বেশকিছু পুজো, যেগুলি বরাবরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে এসেছে। 

আরও পড়ুন - খুব সাধারণ ৪ উপায়েই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল, জেনে নিন

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement