Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়ির রাস্তা সারাই করলেন ১৫ জন জামাই, দেখুন

জয়দীপ সরকার
  • 16 Jun 2021,
  • Updated 6:09 PM IST
  • 1/6

করতে এসেছিলেন জামাইষষ্ঠী। কিন্তু, পথে এত কাদা যে শ্বশুরবাড়ি পৌঁছানোর উপায় নেই। আর তাই দেখে গ্রামের ১৫ জন জামাই নেমে পড়লেন রাস্তা মেরামত করতে। হাতে তুলে নিলেন কোদাল, বেলচা। ঘটনা বীরভূমের মল্লারপুরের গোয়ালা গ্রামের। 
 

  • 2/6

ওই গ্রামেই শ্বশুরবাড়ি ১৫ জনের। তাঁদের স্ত্রীরা আগেই এসেছেন। কেউ আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। কিন্তু, শ্বশুরবাড়ির পথে যাওয়ার আগেই বিপত্তি। 

  • 3/6

 গত কয়েকদিনের বৃষ্টিচতে এত কাদা হয়েছে যে রাস্তা পেরোনোর জো নেই। এখন করণীয়? তখন সেই জামাইরা মিলে সিদ্ধান্ত নেন, তাঁরাই রাস্তা চলাচলের উপযুক্ত করবেন। 

  • 4/6

 যেই কথা সেই কাজ। সবাই কোদাল-বেলচা হাতে নেমে পড়লেন রাস্তা মেরামত করতে। টানা কয়েক ঘণ্টা সময় দিলেন সেই রাস্তার পিছনে। 

  • 5/6

তারপরই রাস্তা চলাচলের উপযুক্ত হল। জামাইরা জানিয়েছেন, তাঁরা আজ আর ষষ্ঠী পালন করবেন না। কাল করবেন। 

  • 6/6

এখানেই শেষ নয়, নিজেদের পকেটের টাকা খরচ করে শ্বশুরবাড়ির রাস্তায় মোরাম ফেলবেন বলেও জানিয়েছেন তাঁরা। জামাইদের এই উদ্যোগে খুশি গ্রামবাসী। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement