Advertisement

পশ্চিমবঙ্গ

Jawhar Sircar : রাজ্যসভায় মমতার বাজি দুঁদে আমলা জওহর সরকার, কে ইনি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/8

প্রাক্তন আমলা জওহর সরকারকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে লড়বেন তিনি। কিন্তু, কে এই জওহর সরকার? 

  • 2/8

প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জওহর সরকার। জন পরিষেবায় ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

  • 3/8

কেন রাজনীতিতে আসছেন? জহহর সরকার জানান, তিনি মানুষের জন্য কাজ করতে চান ,সেই কারণে তাঁর রাজনীতিতে আসা। 

  • 4/8

তাঁর কথায়, 'আমি রাজনীতিনিদ নই। সরকারি আমলা ছিলাম। কিন্তু, এখম মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আসছি। সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরার জন্য আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে।'

  • 5/8

অবসরপ্রাপ্ত IAS অফিসার জওহরের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্ক প্রথম থেকেই ভালো। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সংঘাত ইস্যুতে আলাপনের পাশে দাঁড়িয়েছিলেন জওহর। 

  • 6/8

সেই সময় তিনি বলেছিলেন,  'আলাপনকে অবান্তর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের সঙ্গে আলোচনাই করেনি কেন্দ্র। আলাপন যা করেছেন, ঠিক করেছেন।' 

  • 7/8

গত দুই দশকের সবথেকে আলোচিত কেন্দ্রীয় সরকারি আমলাদের মধ্যে অন্যতম নাম জওহর। সর্বভারতীয়স্তরে তাঁর সুপরিচিতি রয়েছে। 
 

  • 8/8

এর আগে একাধিক বার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল জওহর সরকারকে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement