প্রাক্তন আমলা জওহর সরকারকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে লড়বেন তিনি। কিন্তু, কে এই জওহর সরকার?
প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জওহর সরকার। জন পরিষেবায় ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর।
কেন রাজনীতিতে আসছেন? জহহর সরকার জানান, তিনি মানুষের জন্য কাজ করতে চান ,সেই কারণে তাঁর রাজনীতিতে আসা।
তাঁর কথায়, 'আমি রাজনীতিনিদ নই। সরকারি আমলা ছিলাম। কিন্তু, এখম মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আসছি। সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরার জন্য আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে।'
অবসরপ্রাপ্ত IAS অফিসার জওহরের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্ক প্রথম থেকেই ভালো। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সংঘাত ইস্যুতে আলাপনের পাশে দাঁড়িয়েছিলেন জওহর।
সেই সময় তিনি বলেছিলেন, 'আলাপনকে অবান্তর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের সঙ্গে আলোচনাই করেনি কেন্দ্র। আলাপন যা করেছেন, ঠিক করেছেন।'
গত দুই দশকের সবথেকে আলোচিত কেন্দ্রীয় সরকারি আমলাদের মধ্যে অন্যতম নাম জওহর। সর্বভারতীয়স্তরে তাঁর সুপরিচিতি রয়েছে।
এর আগে একাধিক বার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল জওহর সরকারকে।