Advertisement

পশ্চিমবঙ্গ

Joka-Taratala Metro: আগামিকাল চালু জোকা-তারাতলা মেট্রো, কোথায় কত ভাড়া?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2022,
  • Updated 5:13 PM IST
  • 1/7

অবেশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। আগামিকাল, ৩০ ডিসেম্বর হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি জোকা-তারাতলা মেট্রো রেলেরও উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দু'টি প্রকল্পের উদ্বোধন করবেন। 
 

  • 2/7

শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এছাড়াও, আরও বেশকিছু প্রকল্পের উদ্বোধন করার কথা এদিন। সূচি অনুযায়ী যা জানা যাচ্ছে, আগামিকাল সকাল ১০টা নাগাদ কলকাতা পৌঁছবেন তিনি। 
 

  • 3/7

এর পরে সওয়া ১১টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। মেট্রো রেলের সূচনা হাওড়া স্টেশন থেকে ভিডি কনফারেন্সের মাধ্যমে হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
 

  • 4/7

জোকা-তারাতলা মেট্রো সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ লাইন। এর ট্রায়াল রান গত সপ্তাহেই হয়েছে। ট্রায়ালে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা।
 

  • 5/7

ভাড়া কত হবে?
জোকা-তারাতলা মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, সর্বাধিক ভাড়া  ১০ টাকা। জোকা-ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা, জোকা-সখের বাজার ১০ টাকা, জোকা- বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া রাখা হয়েছে।

  • 6/7

উদ্বোধনের জন্য মেট্রো স্টেশন সাজানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণ যাতে সুষ্ঠুভাবে শোনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।
 

  • 7/7

পরে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মোট ৯.২ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন বিস্তৃত হবে। মাঝেরহাট থেকে এর কাজও চলছে। ২০২৬ সালে এর কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement