Advertisement

পশ্চিমবঙ্গ

Kalbaisakhi Update: হা-পিত্যেশ করে কলকাতা, শুক্রবার জেলায় জেলায় কালবৈশাখী

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2022,
  • Updated 9:09 PM IST
  • 1/9

অবশেষে কালবৈশাখীর দেখা মিলল দক্ষিণবঙ্গে। শুক্রবার দুপুরে বীরভূম,মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের একাংশেও। বজ্রঘাতে মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে বলেও খবর। 

  • 2/9

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছি আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে ঝড়বৃষ্টি।

  • 3/9

শুক্রবার দুপুরে বীরভূম ও মুর্শিদাবাদে শুরু হয় কালবৈশাখী। ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বীরভূমের মুরারই ও মুর্শিদাবাদের সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, বহরমপুর, ডোমকল ও জঙ্গিপুরে।

  • 4/9

মুর্শিদাবাদে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। 

  • 5/9

মালদার কালিয়াচক ও সুজাপুরে ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং হিলিতেও। 

  • 6/9

নদিয়ার কৃষ্ণনগর, করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর এবং বাগদায় ঝড়বৃষ্টি হয়েছে। 

  • 7/9

চলতি বছর এখনও কলকাতা ও লাগোয়া জেলায় কালবৈশাখী দেখা যায়নি। বৃহস্পতিবার ছোটনাগপুরের মালভূমিতে কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হলেও কলকাতা পর্যন্ত বয়ে যাওয়ার মতো তার শক্তি ছিল না।  
 

  • 8/9

এ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের-পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকবে। উপকূলবর্তী জেলা-সহ কলকাতায় ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।

  • 9/9

গোটা চৈত্র মাসে একটাও কালবৈশাখী দেখা যায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। এপ্রিলে কার্যত কোনও বৃষ্টিই হয়নি। ঊল্টো দিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হয়ে চলেছে।     

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement