সোমবার সকালে পিছন থেকে মালগাড়ির ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুইটি কামরা কার্যত আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়ে। দার্জিলিংয়ের রুইধাসার ঘটনা।
জানা গিয়েছে সিগনালের জন্য অপেক্ষা করছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন থেকে এসে মালগাড়িটি ধাক্কা মারে।
ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা। এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে খবর ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫-৩০ জন।
যাঁরা আটকে পড়েছেন তাঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করছেন। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের দিকে যাচ্ছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে এগিয়ে এসেছেন স্থানীয়রাও। আহতদের একে একে বের করে এনে হাসপাতালে পাঠানো হচ্ছে।
গ্যাস কাটার নিয়ে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন থেকে আহতদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীরা।
সংঘর্ষের তীব্রতা এতটাই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি বগি মালগাড়ির উপরে উঠে যায়।
সংঘর্ষের তীব্রতায় দুমড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি।