Advertisement

পশ্চিমবঙ্গ

দার্জিলিঙে বাড়ির সিলিং ভাঙতেই বেরলো ৮ ফুটের কিং কোবরা

কায়েশ আনসারী
  • দার্জিলিং,
  • 11 Nov 2021,
  • Updated 6:17 PM IST
  • 1/5

গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার প্রকাণ্ড কিং কোবরা (King Cobra)। ঘটনাস্থল দার্জিলিংয়ের (Darjeeling) বিকাশ গ্রাম এলাকা। 

  • 2/5

 জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকার একটি বাড়িতে কিং কোবরাটিকে দেখতে পাওয়া যায়। 

  • 3/5

সাপটি নজরে আসার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে। 

  • 4/5

এরপর বনদফতরের লোকজন এলাকায় পৌঁছে বাড়ির ছাদ ভেঙে সাপটিকে ধরেন। তারপর সেটিকে একটি বড় ড্রামের মধ্যে ভরে নিয়ে যাওয়া হয়।

  • 5/5

বাড়ির সদস্যরা মনে করছেন, হয়ত জানলা দিয়ে ঢুকেছিল সাপটি। সাপ উদ্ধারের পর স্বস্তি ফিরেছে এলাকায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement