Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: ফিরছে শীত! দু-তিন দিনেই জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস হাওয়া অফিসের

তপন কুমার নস্কর
  • 13 Jan 2021,
  • Updated 10:53 PM IST
  • 1/8


পূর্বাভাস ছিল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। সেই মত হুহু করে এন্ট্রি নিতে শুরু করে দিয়েছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যে কনকনে ঠান্ডা মালুম হতে শুরু করেছে রাজ্যের নানা প্রান্তে। 
 

  • 2/8

গত কয়েকদনি যেখানে কলকাতার সর্বনিম্ন  তাপমাত্রা  ছিল ২০ ডিগ্রির আশেপাশে  সেখানে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমেছে।  এদিন শবরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬  ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি 
 

  • 3/8

 উত্তর-পশ্চিমে শীতল হাওয়ার দাপট আবারো বেড়ছে, সেই কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো ২ থেকে ৩  ডিগ্রি কমার সম্ভাবনা কলকাতা সহ রাজ্যজুড়ে। ফলে জেলাগুলিতেও মিলবে  জাঁকিয়ে শীতের আমেজ।

  • 4/8

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে  কলকাতার তাপমাত্রা আবারো ১৫ ডিগ্রির  নিচে নাবার  সম্ভাবনা।
 

  • 5/8

শুক্রবার  কলকাতার তাপমাত্রা  কমে  ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। 

  • 6/8

গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে রয়েছে ২০২১। শীত হঠাৎ করে বিদায় নেওয়ায় মন খারাপ হয়েছিল অনেকেরই। তাদের জন্যই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  জানানো হয়েছে, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।
 

  • 7/8

এদিকে শীত ফিরে আসায় মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠাণ্ডা রাজ্যজুড়ে।

  • 8/8

উত্তরভারত জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিয়েছে। আগামী ৩দিন এই শৈত্যপ্রবাহ চলবে। যার পলে উত্তর ভারতে বেশিরভাগ জায়গার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

Advertisement
Advertisement