শীত বিদায় নিচ্ছে বঙ্গ থেকে। চড়ছে তাপমাত্রার পারদ। আর এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
এবার মরশুম বদলের মুখে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃ্ষ্টির পূর্বাভাস মিলেছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা দিয়েছিল শহরে। মঙ্গলবার সকালেও পরিস্থিতি একইরকম।
ভ্যালেন্টাইনস ডে-তেই শীতের আমেজ উধাও ছিল শহরে। বরং বসন্তের হাওয়া ছুঁয়ে গিয়েছিল শহরবাসীকে। সরস্বতী পুজোর দিনও তার অন্যথা হল না।
কলকাতায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়েছে। সোমবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেন্টিগ্রেড।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী হাল্কা শীতের আমেজে হয়ে থাকে বাগদেবীর আরাধনা ৷ তাই গতকালের তুলনায় এদিন পারদ নামল ২ ডিগ্রি। মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
কয়েকটি জেলায় এখনও অনুভূত হচ্ছে শীতের আমেজ। এখন রাজ্য়ে সকালের দিকে হালকা কুয়াশা, আর বেলা বাড়লেই চড়া তাপমাত্রা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং–সহ পার্বত্য এলাকায়।
একই সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুত্ সহ হাল্কা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। কিন্তু দুই ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে শুক্রবার থেকে। আগামী সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ।
আগামী ৭২ ঘন্টা ঘন কুয়াশার সর্তকবার্তা পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খন্ড ও ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতেও আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।