Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি দিনভর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2021,
  • Updated 7:21 AM IST
  • 1/10

হাওয়া অফিস আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। জানা যাচ্ছে ২৩ জুলাই নাগাদ এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার জেরে ২২ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। 

  • 2/10

বুধবার থেকেই ওড়িশাতে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে হাওয়া অফিস বারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। 

  • 3/10


আবহাওয়া দফতর  আগামী ২৪ ঘন্টায় ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
 

  • 4/10

হাওয়া অফিস বলছে বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ২১ জুলাই বুধবার  হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টায়  উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • 5/10

এদিকে দক্ষিণবঙ্গ নিয়ে হাওয়া অফিস বলছে  মঙ্গলবার  উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধবার  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 6/10

এদিকে আজকেও কলকাতার  আকাশ অংশত মেঘলা থাকবে । বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রয়েছে আকাশের মুখ ভার। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
 

  • 7/10

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল  ২৭.১  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১  ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২  শতাংশ ও সর্বনিম্ন ৬৮  শতাংশ। 
 

  • 8/10


এদিকে মৌসুমী বায়ু এবার অনেক দেরিতে প্রবেশ করেও  রাজধানী দিল্লিতে সক্রিয় হয়ে উঠেছে । আবহাওয়া দফতর জানিয়েছে, গতকালের মত আজও সারাদিনই দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 9/10


দিল্লির পাশাপাশি বাহাদুরগড়, গুরুগ্রাম, মানসার, ফরিদাবাদ, বল্লভগড়, লোনি দেহাত, হিন্দন এফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দ্রপুরম, নয়দা, দাদরি এবং গ্রেটার নয়ডাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে উত্তরাখণ্ডের ১৩ জেলায় জারি হয়ে গিয়েছে লাল সতর্কতা।

  • 10/10

মৌসুমী অক্ষরেখা সক্রিয় সিকিম ও উত্তরবঙ্গের ওপর। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে  ।


 

Advertisement
Advertisement