দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। আর এর জেরেই চলতি সপ্তাহে রেহাই মিলবে না বৃষ্টি থেকে। দুই বঙ্গেই রয়েছে বারিপাতের পূর্বাভাস।
গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত ভাবে বাংলার উত্তরে এবং দক্ষিণে জারি থাকবে বৃষ্টির ধারা। সেইসঙ্গে বুধবার দফায় কলকাতা-সহ শহরতলী অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিই গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টিভেজা আবহাওয়া পেতে চলেছে। হাওয়া অফিস বলছে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন ধরে উত্তরের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত ছাড়াও উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তর প্রদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে বিহার ও উত্তর প্রদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে আগামী ৪৮ ঘন্টায় বিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্বের অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, সিকিমে।
এদিকে রাজ্যে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দৌলতেই বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়েছে। আবহবিদরা বলছেন একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের উপস্থিতিতেই দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। রয়েছে বজ্রপাতেরও পূর্বাভাস৷
কলকাতায় বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে।
কলকাতাসহ শহরতলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। রাতভর বৃষ্টি হওয়ার পর বুধবার সকালে অবশ্য ঝলমলে রোদের দেখা মিলিছে শহর কলকাতায়।