Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: ফের ঘূর্ণাবর্ত তৈরি বঙ্গোপসাগরে, সপ্তাহান্তে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 16 Sep 2021,
  • Updated 6:49 PM IST
  • 1/9

টানা ২ দিন বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তাদের। 

  • 2/9

সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে ভেসেছে রাজ্যের একাধিক জেলা। বুধবার রোদের দেখা মিললেও ফের চোখ রাঙাচ্ছিল নয়া নিম্নচাপ। তবে হাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে , নিম্নচাপটি এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপরে আছে।  ফলে এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাত  হওয়ার সম্ভাবনা নেই।
 

  • 3/9

তবে নিম্নচাপের বিপদ কাটলেও এবার   ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। 

  • 4/9

হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপরে রয়েছে। ১৮  তারিখ আবারও এটা সরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আসবে। এর ফলে ১৮  তারিখ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ১৯  তারিখ বৃষ্টি বাড়বে।
 

  • 5/9

শনিবার থেকে বিশেষ করে ভারী বৃষ্টি হবে  দুই মেদনীপুর ও দক্ষিণ ২৪  পরগনাতে।

  • 6/9

 উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা পর আলিপুরদুয়ার ও কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

  • 7/9

 কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছএ হাওয়া অফিস। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। 

  • 8/9

আবহাওয়া দফতরের  তরফে জানানো হয়েছে, দেশের পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবার নাগাদ। উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে যেমন মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান এবং গুজরাতেও  ভারী বৃষ্টি হবে। এরসঙ্গে বলা হয়েছে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে।
 

  • 9/9

এদিকে আবহাওয়া দফতরের তরফে দিল্লির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement