Advertisement

পশ্চিমবঙ্গ

Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার শিবিরে 'মমতা'-'লক্ষ্মী' মোলাকাত!

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 03 Sep 2021,
  • Updated 6:07 PM IST
  • 1/18

অভিনব ছোঁয়া এইবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)-এ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পে এইবার লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতে ধৈর্য না ঘটে তার জন্য অভিনব ছোঁয়া লাগল নদিয়ার শান্তিপুরে।

  • 2/18

লক্ষ্মী প্রতিমার আদলে লক্ষী সাজিয়ে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের কর্মসূচি তৃণমূলের।

  • 3/18

শান্তিপুর বেলঘড়িয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিপুরে দুয়ারে সরকার ক্যাম্পে দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে চলছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের কর্মসূচি।

  • 4/18

শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালিপুর দুয়ারে সরকারের ক্যাম্পে।

  • 5/18

সেখানে লক্ষীর ভান্ডার প্রকল্পে অভিনব হবে লক্ষ্মী প্রতিমার আদলে লক্ষ্মী সাজিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের কর্মসূচি পালন করল বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী-সমর্থকরা।

  • 6/18

এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানে প্রত্যেক পরিবারের মায়েরা তাদের বাড়িতে আর্থিক সঞ্চয় করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে থাকে।

  • 7/18

একই ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৈরি করেছে।

  • 8/18

তাই লক্ষ্মী প্রতিমার আদলে লক্ষ্মী সাজিয়ে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কর্মসূচি পালন করছি।

  • 9/18

নদিয়ার ফুলিয়া টাউনশিপ অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায়।

  • 10/18

লক্ষ্মীদেবী নিজে ঘুরে লাইন ঠিক করছেন কোথাও বা ফর্ম জমা নিচ্ছেন নিজের হাতে। 

  • 11/18

নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ অঞ্চলের বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার অনুষ্ঠানে হঠাৎই দেখা মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • 12/18

প্রকল্প রূপায়ণের বিষয়ে কোনও অসুবিধা হচ্ছে কিনা, সে বিষয়ে একান্ত আলাপচারিতায় লক্ষ্মী দেবীর সঙ্গে।

  • 13/18

কখনও বা পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের সঙ্গে কথোপকথন। শান্তিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরা গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্যরা।মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর সঙ্গে নিবিড় সম্পর্ক দেখা গেল। 

  • 14/18

এখানে যে মুখ্যমন্ত্রী ঘোরাফেরা করছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপক হিসেবে সুসজ্জিত হয়েছে জানালেন প্রধান উৎপল বসাক।

  • 15/18

তিনি বলেন, এত মানুষের পরিষেবা একসঙ্গে দিতে দেরি তো একটু হচ্ছেই, তাই ঘরের লক্ষ্মীদের একঘেয়েমি কাটাতে, তাদের মনোরঞ্জনের জন্য এ ব্যবস্থা।

  • 16/18

দিন কয়েক আগে বিধাননগরেও একই ছবি দেখা গিয়েছিল।

  • 17/18

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে এই প্রতিশ্রতি দিয়েছিলেন। 

  • 18/18

শাসন ক্ষমতায় এসে তিনি সেই কথা রাখছেন। শুরু হয়ে গিয়েছে প্রকল্পের কাজ।

Advertisement
Advertisement