Advertisement

পশ্চিমবঙ্গ

Laxmi puja weather Forecast: লক্ষ্মীপুজোতেও চলবে ভারী বৃষ্টি, আর যা বলছে হাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 18 Oct 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/10

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ওড়িশার উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং এর সাথে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস আমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এরফলে সোমবার ১৮  তারিখ থেকে ২০  তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের  সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
 

  • 2/10

দক্ষিণবঙ্গে আজ ১৮ তারিখ উপকূলের জেলাগুলি  দুই মেদিনীপুর ও দুই চব্বিশ  পরগনায় সাথে কলকাতা ,হাওড়া ,ঝাড়গ্রামের  দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে  ভারী বৃষ্টি হবে। 

  • 3/10

১৯ তারিখও  জারি থাকবে বৃষ্টি। মঙ্গলবার   ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ  পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায়। 
 

  • 4/10

তবে বুধবার ২০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে  শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে।  

  • 5/10

২১  তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। আবহাওয়ার উন্নতি হবে।

  • 6/10


 উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের নীচের জেলা  মালদা ও দুই দিনাজপুরে শুধু ভারী বৃষ্টি হবে।

  • 7/10

১৯ তারিখে ২০  তারিখ বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়িতে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 8/10

উপকূলের জেলা  দক্ষিণ ২৪  পরগনা , পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রামে , পশ্চিম মেদিনীপুরের এবং কলকাতার কিছু অংশে দমকা বাতাস  ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে। 

  • 9/10

১৯  তারিখ শুধুমাত্র দক্ষিণ ২৪  পরগনা ও পশ্চিম মেদিনীপুরে দমকা বাতাসের  প্রভাব থাকবে। 
 

  • 10/10


মৎস্যজীবীদের ১৯ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ  করেছে হাওয়া অফিস।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement