করোনা আবহে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা।
তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পরে ৫০% যাত্রী এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
হাওড়া থেকে যে সমস্ত ট্রেন গুলি শহরতলির উদ্দেশে রওনা দিল সেগুলি কার্যত ফাঁকা থাকলেও বা সামাজিক দূরত্ব মেনে চললেও, অফিস টাইমে শহরতলি থেকে আসা ট্রেনগুলিতে কার্যত ঠাসাঠাসি করে যাত্রী এল।
হাওড়া স্টেশনে সামাজিক দূরত্ব, মাক্স পড়া কোন বিধি-নিষেধ না মেনেই ফিরছিল শহর তলি থেকে সেই সব যাত্রীরা।
কার্যত বলা যেতেই পারে সামাজিক দূরত্ব এবং করোনা যে বিধি নিষেধ সেগুলো, শিকেই তুলে মানুষ কর্মস্থলের উদ্দেশে রওনা দিলেন।
শিকেয় উঠল দূরত্ব বিধি। কাতারে কাতারে লোক নামল ট্রেন থেকে।
রাজ্যে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে বললেও তা অফিসটাইমে পালন করা গেল না।
হাওড়া স্টেশনের ভিড় নিয়ে আতঙ্কিত নিত্য যাত্রীরা। যদিও উপায়ও নেই বলে প্রতিক্রিয়া তাঁদের।