Advertisement

পশ্চিমবঙ্গ

চৌম্বক মানবী ! বালিতে টিকাকরণের পর মহিলার শরীরে ধাতুর আকর্ষণ

বৈদ্য়নাথ ঝা
  • বালি,
  • 14 Jun 2021,
  • Updated 3:52 PM IST
  • 1/5

নদিয়ার পর এবার হাওড়ায় (Howrah)। ভ্যাকসিন নেওয়ার পর গায়ে আটকে যাচ্ছে ধাতব হাতা চামচ সেফটিপিনের মতো সামগ্রী। অবাক করা এই দৃশ্য হাওড়ার বালির দ্য টেম্পল রোডের। 

  • 2/5

ভ্যাকসিন নেওয়ার পর রবিবার নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় এক ব্যক্তির দেহে এমন দৃশ্য দেখা যায়। রাতে টিভিতে সেই ঘটনা দেখে রীতিমতো আতঙ্কে ছিলেন বালির বাসিন্দা লক্ষ্মী শূর। কারণ গত ৯ তারিখ ভ্যাকসিন নিয়েছেন তিনি।

  • 3/5

নদিয়ার (Nadia) ঘটনা দেখার পর নিজের দেহে পরীক্ষা করতে গিয়ে সেই একই দৃশ্য দেখতে পান তিনি। দেখেন লোহার হাতা চামচ বা সেফটিনের মতো সামগ্রী খুব সহজেই তাঁর গায়ে আটকে যাচ্ছে। 

  • 4/5

লক্ষ্মী শূরের শরীরে এই ভাবে ধাতব সামগ্রী আটকে যেতে দেখে ভয় পেয়ে যান তাঁর মেয়ে কঙ্কণা শূরও। এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার সিদ্ধান্তও নেন তিনি।

  • 5/5

বিষয়টি আশ্চর্যজনক বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। এর কারণ খতিয়ে দেখতে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তাঁরা। নদিয়া ও হাওড়া ছাড়া শিলিগুড়িতেও এমন একটি ঘটনার কথা শোনা যাচ্ছে। এর আগে মহারাষ্ট্রের নাসিকে এই ধরনের একটি ঘটনার কথা শোনা যায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement