Advertisement

পশ্চিমবঙ্গ

Manipur Attack : মণিপুরে জঙ্গি হামলায় শহিদ জওয়ানকে গান স্যালুট, কান্নায় ভেঙে পড়ল গ্রাম

অনিল গিরি
  • পানাগড় ও মুর্শিদাবাদ ,
  • 15 Nov 2021,
  • Updated 5:56 PM IST
  • 1/9

গত শনিবার সন্ত্রাস হামলায় মনিপুরে প্রাণ হারিয়েছেন সেনা কর্তা সহ মোট সাতজন জওয়ান। তার মধ্যে ছিলেন রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা শ্যামল দাস।

  • 2/9

তাঁকে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হল পানাগড় বায়ু সেনা ছাউনিতে। 

  • 3/9

সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাউনিতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছায় শহিদ শ্যামল দাসের শবদেহ। 
 

  • 4/9

এর পর রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় শ্যামল দাসকে। বায়ুসেনার অফিসার, পানাগড় আর্মি সেনা ছাউনির পদস্থ অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন।
 

  • 5/9

রবিবারই পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহিদের শবদেহ নিয়ে আসার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার শবদেহ নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি।

  • 6/9

সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে শ্যামল দাসের শবদেহ নিয়ে আসা হলে ফুলের তোড়া দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

  • 7/9

এরপর সেখান থেকে  সকাল ১১টা ১৫ নাগাত শহিদের শবদেহ সড়ক পথে কনভয় করে মুর্শিদাবাদের উদ্যেশে রওনা দেয়। 

  • 8/9

২০০৯ সালের নভেম্বরে অসম রাইফেলসে যোগ দিয়েছিলেন শ্যামল। দুর্গাপুজোর আগে গ্রামেও ফিরেছিলেন তিনি।

  • 9/9

এদিকে মুর্শিদাবাদেরর গ্রামে শ্যামল দাসের মৃতদেহ পৌঁছতেই ভিড় জমে সেখানে।  চোখের জলে বীর শহিদকে শেষ শ্রদ্ধা জানায় গ্রামবাসী। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement