দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার প্রবেশ নিয়ে অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৬ তারিখ দক্ষিণবঙ্গের কিছু অংশে ও উত্তরবঙ্গের যে অংশে বাকি রয়েছে সেখানে ঢুকতে পারে বর্ষা।
তবে এবছর দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা দুর্বল হয়ে প্রবেশ করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত ২৪ ঘণ্টা তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।
মেঘলা থাকবে আকাশ। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
আরও পড়ুন - বছরে ৬০ হাজার টাকা দেবে কেন্দ্র, কী করতে হবে?
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৫ দিন বিশেষত ওপরের দিকের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।
১৬ তারিখ বৃষ্টি বাড়তে পারে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও (North Bengal) তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামতে পারে।
আরও পড়ুন - অগ্নিপথ যোজনা : রইল নিয়োগ পদ্ধতি-বেতন ও শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি
তবে এই বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সঙ্গে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর। জল জমতে পারে নিচু এলাকায়। এমনকি ক্ষতির মুখে পড়তে পারে মাঠের সবজি ও ফসল।
তাই সাধারণ মানুষকে ট্রাফিক অ্যাজভাইজারি মেনে চলা ও কৃষকদের মাঠের পাকা ফসল তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।