Advertisement

পশ্চিমবঙ্গ

Sunday Weather Update: আবহাওয়ার বদল শুরু, তবে আজও ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2022,
  • Updated 6:59 AM IST
  • 1/11

ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরছে নিম্নচাপ। তবে এর প্রভাব আজও কিছুটা থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

  • 2/11

 তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টিও। 
 

  • 3/11

ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। তবে এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে  বৃষ্টি হবে।
 

  • 4/11

আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপ  ক্রমশ দুর্বল হয়ে পড়বে। 

  • 5/11

ফলে দক্ষিণবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
 

  • 6/11

আজ দক্ষিণবঙ্গের সব জেলায়  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 
 

  • 7/11

তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে  ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে।
 

  • 8/11

উত্তরবঙ্গেও এখনও ভারী বৃষ্টির সতর্কতা নেই। আজ উত্তরবঙ্গের আট জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির  সম্ভাবনা আছে। 

  • 9/11

আগামী বুধবার পর্যন্ত দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
 

  • 10/11

পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। 

  • 11/11

রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement