বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে। একদিকে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা।
তবে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ১ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে।
যদিও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
এদিকে বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি রয়েছে। এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১ জুলাই অর্থাৎ শুক্রবার সকালে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
একমাত্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
হাওয়া অফিস বলছে, অক্ষরেখা অনেকটাই নীচের দিকে নেমেছে ,যদিও আরো খানিকটা নীচে নামলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিনবঙ্গে। ততদিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতাতেও কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।