কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ হয়ে রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৪৮ ঘন্টায় মধ্যে উত্তরবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। তার আগে উত্তরবঙ্গের ৫ জেলায় আগামিকাল থেরে ভারী বৃষ্টি শুরু হবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু আরো খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড প্রবেশ করেছে। ধীরে ধীরে দুই দিনের মধ্যে উত্তরবঙ্গের এবং সিকিমে তা প্রবেশ করবে।
বর্ষা এখনও সরকারি ভাবে না ঢুকলেও উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে।
দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করলেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, বিশেষ করে উপরের দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার-সহ পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে।
কলকাতাতেও আগামী দু'দিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ থাকার জন্য তাপমাত্রা অনেকটা কমেছে এদিন ।
আগামী দু'দিন দুই বঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।